Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
বিয়ানীবাজারবার্তা২৪.কম-এ খবর প্রকাশের পর বিদ্যুতের খুঁটি বদল

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ঘড়ুয়া গ্রামে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের মধ্যখানে একটি খুঁটির উপর অংশ ভেঙ্গে যায়। পরে বিদ্যুৎ কর্তৃপক্ষ তা জোড়াতালি দিয়ে কোনমতে আটকে রাখে।


গত শুক্রবার রাতে ‘ঘড়ুয়া গ্রামে বিদ্যুতের খুঁটিতে জোড়াতালি, ঘটতে পারে দুর্ঘটনা’ শিরোনামে বিয়ানীবাজারবার্তা২৪.কম অনলাইনে সচিত্র একটি খবর প্রকাশ করা হয়। এরপর বিদ্যুৎ কর্তৃপক্ষের টনক নড়ে। অবশেষে রোববার (আজ) ত্রুটিযুক্ত বিদ্যুতের খুঁটিটি অপসারণ করে সেখানে নতুন একটি খুঁটি স্থাপন করা হয়েছে। এতে এলাকাবাসী আনন্দিত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।


সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির বিয়ানীবাজার আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, আমরা চেষ্টা করি ত্রুটিযুক্ত লাইন মেরামত ও খুঁটি বদলানোর। তবে ঠিকাদারের গাফিলতি কিংবা কাজের চাপ বেশি থাকায় অনেক সময় তা দ্রুত করা সম্ভব হয়না।

তিনি বলেন, বিয়ানীবাজারবার্তা২৪.কম অনলাইনের খবর আমার দৃষ্টিগোচর হওয়ার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছি।তিনি বলেন, আজ এখানে নতুন খুঁটি লাগানো হয়েছে। এরকম ত্রুটিযুক্ত সবগুলোখুঁটি দ্রুত পরিবর্তন করা হবে।

আরও পড়ুন

 

 

 

ঘড়ুয়া গ্রামে বিদ্যুতের খুঁটিতে জোড়াতালি, ঘটতে পারে দুর্ঘটনা

 

Developed by :