আতাউর খানকে সমর্থন জানালো মাথিউরা ইউনিয়নের জনগণ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২:৫২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কান্ডারি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছেন মাথিউরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
সভায় বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ সহজ সরল ও আত্মভোলা খোলা মনের মানুষ আতাউর খানের বিজয় নিশ্চিত করতে উপজেলাবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের সন্তান হিসেবে আতাউর খানকে আমরা পূর্ণ সমর্থন দিলাম। আশা করি জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে আপাদমস্তক রাজনীতিবিদ আতাউর রহমান খানকে সবাই আগামী ১৮ মার্চ ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
বক্তারা আরো বলেন, আতাউর খান বিজয়ী হলে দেশ-বিদেশে উপজেলার ভাবমূর্তি বৃদ্ধি পাবে। অনিয়ম, দুর্নীতি, জায়গা দখল, রাহাজানি বন্ধ হবে এবং তা নির্মূল করাও অনেকটা সম্ভব হবে।
শনিবার (আজ) সকালে মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নিজের ইউনিয়নের জনগণকে নিয়ে প্রথম মতবিনিময় করেন নৌকার প্রার্থী আতাউর খান।
এ সময় তিনি বলেন, মাথিউরার অতীত ঐতিহ্য রয়েছে। আমাদের মধ্যে মতানৈক্য-মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে আমরা প্রতিনিয়ত ঐক্যবদ্ধতার পরিচয় দিয়েছি। এ হিসেবে আসন্ন নির্বাচনেও মাথিউরার সন্তান হিসেবে আমাকে বিজয়ী করতে আপনারা ভূমিকা রাখবেন বলে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।
আতাউর খান বলেন, মাথিউরাবাসী ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালালে বিজয় সুনিশ্চিত। তিনি সবার দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
মাথিউরা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ডা. সিরাজ উদ্দিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা. তছির আলী, আসাদ উদ্দিন, রফিক উদ্দিন বখনি, আব্দুর রহমান, শাহাব উদ্দিন মাওলা, আব্দুস শুকুর, আতাউর রহমান আতা, ফজলুর রহমান, বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ,
মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, মাস্টার আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বেলাল আহমদ, সাবেক ইউপি সদস্য সুরমান আলী, আব্দুল কুদ্দুছ কুনু, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন রুনু, সাংবাদিক আহমেদ ফয়সাল প্রমুখ।