Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




হাজার কোটি টাকা লুট হচ্ছে,দুদক ব্যস্ত শিক্ষকদের নিয়ে: হাইকোর্ট

বিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।। 

যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোচিং সেন্টার নিয়ে শুনানিকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানিকালে আদালত বলেন, ‘দুর্নীতির সঙ্গে জড়িত বড় বড় রাঘব বোয়ালদের ধরে এনে ছেড়ে দিচ্ছে, আর স্কুল শিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে ব্যস্ত দুদক।

দুদক দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না উল্লেখ করে আদালত বলেন, ‘তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারছে না কিন্তু দুর্বলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ছোট দুর্নীতির আগে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।’

 

Developed by :