Saturday, 19 October, 2019 খ্রীষ্টাব্দ | ৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ |
বালাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজকর্মীর আ.লীগে যোগদান

বিয়ানীবাজারবার্তা২৪.কম, বালাগঞ্জ।।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম এবং দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিংবডির সদস্য এনায়েতুর রহমান রাজু আওয়ামী লীগে যোগদান করেছেন।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর বাসভবনে তাঁর সাথে সাক্ষাৎ করে আফম শামীম এবং এনায়েতুর রহমান রাজু আওয়ামী লীগে যোগদান করেন।

 

 

এসময় যোগদানকারী নেতৃবৃন্দ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, যোগদানকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ কুতুব, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, কলেজ গভর্ণিংবডির সাবেক সদস্য মুজিবুর রহমান,

 

 

দিলাওর আহমদ, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 


 

Developed by :