Saturday, 16 November, 2019 খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ |
বিয়ের প্রথমে নারীরা যেসব সমস্যায় পড়েন

indian-wedding-couple-flowers-red-roses[1]বিয়ের পর নারী পুরুষ উভয়েই পাল্টে যান এই পাল্টে যাওয়া বা পরিবর্তনটা পুরুষের তুলনালয় নারীর জীবনেই সবচেয়ে বেশি ঘটে বিয়ের পরে একজন নারীকে তার মাবাবা, ভাইবোনসহ নিজের পরিবার ছেড়ে নতুন একটি পরিবারে যেতে হয় যা পুরুষদেরকে করতে হয় না আর একজন নারীর জীবনের এই পরিবর্তনটা আসে হুট করেই এবং বিয়ের প্রথম দিন থেকেইবিয়ের প্রথম দিনে নারীদের মনে নানা বিষয়ে ভাবনার খেলা চলতে থাকে কেউ ভাবছেন বিয়ের প্রথম দিনগুলো স্বপ্নের মতো খুব সহজেই কেটে যায়, অন্যদিকে সদ্য বিবাহিতারা ভাবছেন বিয়ের প্রথম দিনগুলো কীভাবে পার করবেন তা নিয়ে দুশ্চিন্তা করেএক. প্রতিটি নারীর মনে বিয়ের প্রথম দিনে সারা আগে যে কথাটি বাজতে থাকে তা হচ্ছে, আমি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবো তো সকলে আমাকে পছন্দ করবে তো প্রায় প্রতিটি নববিবাহিতার জীবনে শ্বশুর বাড়ির সকলের সাথে তাল মেলানোর কঠিন পরীক্ষা শুরু হয়ে যায় প্রথম দিন থেকেইদুই. বুঝার বয়স হওয়ার পর থেকেই কমবেশি প্রায় সকল মেয়েরাই বিয়ের পরিকল্পনা করতে থাকেন প্রায় প্রতিটি নারীই বিয়ের প্রথম কয়েকদিন ভাবতে থাকেন যে, আমি গতকালও বিয়ে নিয়ে কতো পরিকল্পনা করেছিলাম, আর আজকে সত্যিই আমি বিবাহিতা!তিন. প্রায় প্রতিটি নারীই সকালে ঘুম থেকে উঠা নিয়ে চিন্তায় থাকেন বিয়ের প্রথম দিন থেকেই ঘুম থেকে উঠে ভাবেন যে, সঠিক সময়ে উঠলাম তো আর ঘুম থেকে উঠার পরের ১০ মিনিট এমন চিন্তা করেই বিছানায় পার করে দেন অনেকেইচার. নিজের বাসায় পুরনো আরামদায়ক একসেট কাপড় পড়ে দিন পার করে দিলেই চলতো, কিন্তু বিয়ের পর প্রথম দিন থেকেই কোন পোশাকটি পরা যায় তা নিয়ে চিন্তায় পড়েন অধিকাংশ নারী কোনটি পড়লে মানানসই হবে এবং তা আরামদায়কও হবে না নিয়ে চিন্তা করে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করেপাঁচ. প্রেমের বিয়ে বা পরিবারের পছন্দের বিয়ে যা হোক না কেন, বিয়ের প্রথম দিনেই নারীদের মনে বাজতে থাকে, ভুল সিদ্ধান্ত নিলাম না তো? আরেকটু বুঝা উচিত ছিল কি? অথবা এখন কি করবো? ধরণের আরও অনেক প্রশ্নছয়. আমাদের সমাজে যদিও অনেক ঘরেই বউশাশুড়ির যুদ্ধ লেগেই থাকে, তবু বিয়ের প্রথমে নারীদের মনে শাশুড়ির প্রতি সম্মানই থাকে যা হয়তো ধীরে ধীরে নষ্ট হয় আর তাই বিয়ের প্রথম দিনেই নারীরা ভাবতে থাকেন কীভাবে শাশুড়ির মন জুগিয়ে চলা যায়সাত. আরেকটি গুরুতর বিষয় নিয়ে বিয়ের প্রথম দিনে থেকেই নারীদের চিন্তা যে আর ছাড়েই না আর তা হলো রান্না করার ব্যাপারটি আপনি যত পাকা রাঁধুনিই হোন না কেন বিয়ের পরপর নতুন একটি বাড়িতে এসে সকলের রুচি মত রান্নার চাপে সব গুলিয়ে বসে থাকেন আর ভাবেন, আমার রান্না অখাদ্য হবে না তো

 

 

Developed by :