Tuesday, 29 November, 2022 খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |

সিলেটে ভিক্ষুক শিশুকে অপহরণ ও ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার

সিলেট: নগরীর আম্বরখানা থেকে এক ভিক্ষুক শিশুকে অপহরণের পর ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম ওরফে আলাজুল (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরতলীর কেওয়াছড়া চা-বাগান থেকে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। এসময় ভিকটিম শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। আটক আলাজুল গোয়ানঘাট উপজেলার রাণীগঞ্জ গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।

পুলিশ জানায়- আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ১০ বছরের ভিকটিম শিশুটি আম্বরখানা মসজিদের সামনে থেকে ভিক্ষা করা অবস্থায় আসামি আলাজুল ভিক্ষাবৃত্তিসহ বেশি টাকা দেওয়ার ও ঘুরানোর প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে অপহরণ করে কেওয়াছড়া চা-বাগানের ৩নং সেকশনের বাংলোর টিলার উপর নিয়ে যায়।

এরপর বিকাল সাড়ে ৪টার দিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন ও চা-বাগানের শ্রমিকরা এগিয়ে এসে আলাজুলকে আটক করে এবং ভিকটিম শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ও ভিকটিমকে নিজ হেফাজতে গ্রহণপূর্বক থানায় নিয়ে আসে এবং ভিকটিমের অভিবাবকদের অবহিত করে। পরে বাদীনির অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা (মামলা নং-৫২, তাং-২০/১১/২০২০খ্রিঃ) দায়ের করা হয়েছে।

Developed by :